ভয়ভীতি কাটিয়ে টিকা নিয়েছে হাজারো মানুষ
- আপডেট সময় : ০৮:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভয়ভীতি কাটিয়ে সারাদেশে দ্বিতীয় দিনের মতো করোনার টিকা নিয়েছে হাজার হাজার মানুষ।
বরিশালে টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে ভীড় করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এখনো নিবন্ধন করছেন অনেকে। কক্সবাজারে টিকা নিয়েছেন স্থানীয় এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ নানা শ্রেনী-পেশার মানুষ। ফেনীতে দ্বিতীয় দিনে করোনার টিকা প্রয়োগ হয়েছে। পাশাপাশি বুথে বুথে চলছে নিবন্ধন। গাজীপুরের ৭টি কেন্দ্রে করোনার টিকাদান কর্মসূচি চলছে। টিকা নেয়ার সুযোগ পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে।
দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রামে দেয়া হয়েছে করোনা ভ্যাকসিন। জেলার সদর হাসপাতালসহ উপজেলার মোট ৯টি টিকাদান কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তিরা করোনার টিকা নিয়েছেন। ভয়ভীতি কাটিয়ে নড়াইলে স্বতঃস্ফুর্তভাবে দ্বিতীয় দিনের মতো ভ্যাকসিন নিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আগের দিন জেলায় ভ্যাকসিন গ্রহণ করেন ১০৮ জন।