কুমিল্লা ফেনী ও কিশোরগঞ্জে হত্যা মামলায় ৮ জনকে ফাঁসি
- আপডেট সময় : ০৭:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কুমিল্লা, ফেনী ও কিশোরগঞ্জের তিনটি হত্যা মামলার রায়ে ৮ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার নাঙ্গলকোটে সেনা সদস্য আবদুর রহমান হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। এ মামলায় আরও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন।
ফেনীর ফুলগাজী উপজেলায় সিএনজি অটোরিক্সা চালক মুলকত আহম্মদ কালা মিয়া হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৬ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও ২ মাস বয়সী শিশুপুত্র হত্যা মামলায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২ লাখ টাকা আর্থিক দণ্ড দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আব্দুর রহিম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।