খাগড়াছড়ি শহরের কলেজপাড়ায় বাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন মাদ্রাসা শিক্ষক মাওশ্রীজিতা দেওয়ান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি শহরের কলেজপাড়ায় বাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন মাদ্রাসা শিক্ষক মাওশ্রীজিতা দেওয়ান।
অগ্নিকাণ্ডে এক পরিবাররের ৩টি আধাপাকা বাড়ি ভস্মীভূত হয়েছে। নিহতের বাবা ম্যাকানজি দেওয়ান জানান, সোমবার রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।