বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করতে যাচ্ছে মালদ্বীপ সরকার
- আপডেট সময় : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মালদ্বীপে নতুন করে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করতে যাচ্ছে সে দেশের সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে। এছাড়া সেখানে অবস্থান করা অনিবন্ধিত ব্যাক্তিদের নিবন্ধনের উদ্যোগ নেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকের পর সাংবাদিকদের এ সব জানান দুই দেশের মন্ত্রী।
ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। তারপরও পর্যটন খাত সংশ্লিষ্ট হওয়ায় সেখানে গড়ে উঠেছে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের বাসিন্দারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ছাড়াও দীর্ঘমেয়াদী অবস্থানও করেন সেখানে। বাংলাদেশেরও প্রায় লক্ষাধিক শ্রমিক সেখানে কাজ করেন। যদিও তাদের অধিকাংশ এখনো অনিবন্ধিত।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ ৪ দিনের সফরে বাংলাদেশে আসলে এ বিষয়ে আলোচনা ছাড়াও দুই দেশের বাণিজ্য সম্প্রসারন নিয়ে আলোচনায় বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে। জানান জনশক্তি প্রেরণে একটি সমঝোতা স্বাক্ষরের কথা।
এছাড়া দুই দেশের ফরেন সার্ভিস একাডেমীর মধ্যে আন্ত যোগাযোগ ও দক্ষতা বাড়াতে অপর একটি চুক্তিও স্বাক্ষরের কথা জানান সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে আছে জানিয়ে গণহত্যা বন্ধে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপ একমত বলেও উল্লেখ করেন আবদুল্লাহ শহীদ।