জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিলে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে : খন্দকার মোশাররফ
- আপডেট সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিলে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মাফিয়া দুঃশাসনের সংবাদ আড়াল করতেই জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের এমন সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় আলাদা সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তারা।
বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের একজন জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল- জামুকা।
এর প্রতিবাদে বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। এ সময় সিঙ্গাপুরে থাকা দলের মহাসচিব মির্জা ফখরুল জুমে যুক্ত হন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন–জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়া সরকারে নানা দুর্নীতির খবরকে আড়াল করতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তিনি।
মুক্তিযোদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিয়ার খেতাব বাতিল করায় রাজধানীতে প্রতিবাদ মিছিল করে দলের নেতাকর্মীরা।