বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে আল জাজিরা অপপ্রচার চালাচ্ছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে আল জাজিরা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী বছরের জুনের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলেও জানান তিনি। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন- বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা জানান ওবায়দুল কাদের। এ সময় করোনা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার ও গুজব রটনাকারীদের সকল অপচেষ্টা আবারো ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সত্য নয়।
এ সময় করোনার ভ্যাকসিন দেয়া বিভিন্ন অপপ্রচার নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে, বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ সময় তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশকে সরকার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের সমলোচনা করেন তারা।
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি শামীম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচানায় অংশ নেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ সাংবাদিক নেতারা।