ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত বিচারের কাজ এগিয়ে নেয়ার পক্ষে রায় সিনেটের
- আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত বিচারের কাজ এগিয়ে নেয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির সিনেট। তার বিরুদ্ধে অভিযোগ– নভেম্বরের নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় প্রত্যাখ্যানের জন্য ক্যাপিটলে সমবেত আইন প্রণেতাদের বিরুদ্ধে তার হাজার হাজার সমর্থকের বিদ্রোহ করতে তিনি উসকানি দিয়েছিলেন।
সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার ব্যাপারে চার ঘণ্টা ধরে বিতর্ক অব্যাহত ছিল। পরে মঙ্গলবার দুপুর থেকে এই অভিযোগের শুনানির পক্ষে ৫৬ এবং বিপক্ষে ৪৪ ভোট পড়ে। ট্রাম্পের দুই জন আইনজীবি অবশ্য এর বিরোধিতা করেছেন । তাদের দাবি, সংবিধান প্রণয়নের সময় এ কথা বলা হয়েছে যে, ক্ষমতায় থাকার সময়ই কেবল প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য অভিশংসন করা যেতে পারে। ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের সঙ্গে সঙ্গে ট্রাম্পের চার বছরের মেয়াদের পরিসমাপ্তি ঘটেছে। এই অভিশংসন প্রক্রিয়ায় বাদি পক্ষের ম্যানেজার কংগ্রেসম্যান জ্যামি রাস্কিন বলেন, ট্রাম্পকে যদি এখন জবাবদিহিতার সম্মুখীন করা না হয়, তাহলে এটি একটি ব্যতিক্রম তৈরি করবে। ভবিষ্যতে কোন প্রেসিডেন্টই তাদের ক্ষমতার শেষ দিনগুলোর কোনও অপকর্মের জন্য কোনও পরিণতির মুখোমুখি হবেন না।