টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনেও ভীড় বেড়েছে টিকাদান কেন্দ্রগুলোতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
টিকা নিতে দিনদিন আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনেও ভীড় বেড়েছে টিকাদান কেন্দ্রগুলোতে।
বেড়েছে নিবন্ধনকারীর সংখ্যাও। রাজধানী টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকে টিকা নিতে এসেছেন আগ্রহীরা।এদিকে, টিকাদান কর্মসূচির চতুর্থ দিনে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৪৫১জন। এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ১৯ হাজার ১১৫ জন। ঢাকার ৪৭টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। এখানে টিকা নিয়েছেন এক হাজার ৮৩৭ জন।