আজ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশের সব মহানগর ও জেলা সদরে আজ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলে প্রতিবাদে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতা-কর্মীকে ফরমায়েশি সাজার প্রতিবাদে এই কর্মসূচি চলছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদে অংশ নেয়া শীর্ষ নেতারা হুঁশিয়ারী দেন, জিয়াউর রহমানের খেতাব নিয়ে টানা হেঁচড়ার পরিণাম ভালো হবে না। সমাবেশে, ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থী তৎপরতা বন্ধের দাবি জানান নেতারা।