ঝিনাইদহের মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে। নিহতদের বাড়িতে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
নিহতদের মধ্যে ৫ জনই যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাউল হক জানান, তারা প্রাথমিক তদন্তে জানতে পারেন বাসটি বেপরোয়া গতিতে ছুটছিলো। গাড়িকে ওভারটেক করার সময় উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের সাথে সজোরে ধাক্কা মারে। এতে বাসটি ভেঙ্গে চুরে যায় ও হতাহাতর ঘটনা ঘটে। বাসটির ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা খোঁজ করা হচ্ছে। মালিককে খোঁজ করা হচ্ছে।