জিয়ার পদক কেড়ে নেয়ার সিদ্ধান্ত সরকারের গভীর ষড়যন্ত্রের অংশঃ মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের পদক কাগজ থেকে মুছে ফেললেও মানুষের হৃদয় থেকে কখনো মোছা যাবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সরকার তার পদক নিয়ে টানাহেঁচড়া করলে পরিনাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে এই হুঁশিয়ারী দেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়ার পদক কেড়ে নেয়ার সিদ্ধান্ত সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ।
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ডাকা হয়েছিলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাজা দেয়ার প্রতিবাদে। কিন্তু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের বিষয়টি নিয়েও সোচ্চার হন তারা।
একের পর এক সরকারের খাম খেয়ালী সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি নেতারা সাবেক প্রেসিডেন্ট জিয়ার অবদানের কথা তুলে ধরেন।প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পদক নিয়ে টানাটানি করলে পরিণাম ভালো হবে না, বলেও হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পদক বাতিল করলে যুদ্ধাপরাধের চেয়ে বড় বলে দাবি করেন তিনি।
সুদুর প্রসারি চক্রান্তের অংশ হিসেবে সরকার চাইলেও এই পদক কেড়ে নিতে পারবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য র্মির্জা আব্বাস। সমস্যা সমাধানে সরকার পতনই ছাড়া বিকল্প নেই বলেও জানান দলের নেতারা।