মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত
- আপডেট সময় : ০৩:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
পরিবেশ অনুকূলে না থাকায় মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমিশন থেকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন-জেলা নির্বাচন কর্মকর্তা।
১৪ই ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। মেয়র পদে আওয়ামী লীগ থেকে এসএম হানিফ, বিএনপি থেকে মোহাম্মদ কামাল হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রাথী লুৎফর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা মিঠু ও মশিউর রহমান সবুজ। ৬ ফেব্রুয়ারী মাদারীপুরের পুলিশ সুপার ফোন দেন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানকে। পরে থানা ইনচার্জ তাকে সরকারী গাড়িতে তুলে নিলে ১৩ ঘন্টা নিখোঁজ থাকেন । প্রতিবাদে কালকিনি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন মশিউরের সমর্থকরা। কালকিনি-ভুরঘাটা-মাদারীপুর আঞ্চলিক সড়ক বন্ধ করে দিলে সশস্ত্র হামলা চালায় প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী হানিফের সহযোগীরা। কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শ’। নারী ভোটার ১৬,৭০০ এবং পুরুষ ভোটার ররেয়ছেন ১৭,৩০০। চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার এই নির্বাচন ইভিএম এর মাধ্যমে হওয়ার কথা ছিলো। নির্দেশনায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকায় নির্বাচনী সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।