জমে উঠেছে পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
জমে উঠেছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁওয়ে ও জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচন। ঠাকুরগাঁওয়ের বর্তমান মেয়র জানালেন বিরোধীপক্ষ থেকে নির্বাচিত হবার খেসারত। সব জেলায় প্রস্তুতি সম্পন্ন করে এনেছে নির্বাচন কমিশন। সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার প্রত্যয় ভোটারদের।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ দেশের বেশ কয়েকটি পৌরসভার। চাঁদপুরের কচুয়া, ঠাকুরগাঁও, জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনে অংশ নেয়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগে।
একপ্রকার নিরিবিলি প্রচার ও গণসংযোগ করে যাচ্ছেন চাঁদপুরের কচুয়ার পৌর বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী। তবে নিয়মিত পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ করছেন নৌকা প্রতীকের প্রার্থী। সুষ্ঠ নির্বাচন নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী শঙ্কা প্রকাশ করলেও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আছেন স্বস্তিতে।
নির্বাচনে ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৯৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটাররা বলছেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন হওয়ায় ভোট কারচুপির সম্ভাবনা কম। এদিকে নির্বাচনে ৩ জন মেয়র, ৮ জন মহিলা কাউন্সিলর ও ৪৪ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্রমশ বাড়ছে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের উত্তাপ। সরকারি দলের দাবি তারা ভোটারদের ব্যাপক সারা পাচ্ছেন। ধানের শীষের ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন বিএনপি সমর্থিত প্রার্থী।
বিএনপি মহাসচিবের ভাই মির্জা ফয়সাল আমীন জানালেন, তিনি নির্বাচিত হওয়ায় সবসময় সরকারের অসহযোগিতা পেয়েছেন।
একই দিনে জেলার রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট ১২ জন প্রার্থী। কাউন্সিলর পদে মোট ৩২ জন ও সংরক্ষিত মহিলা পদে লরছেন ১৩ জন প্রার্থী।
জামালপুরের মেলান্দহ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ৭০ টি ভোট কক্ষে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৫৬৪ জন। মেলান্দহ পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিরর পদে ৩৫ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতি প্রতিদ্বন্দিতা করেছেন। দুই দলের প্রার্থী তুলছেন পাল্টাপাল্টি অভিযোগ।
তবে পৌরবাসীর দাবী যুবসমাজের কর্মসংস্থান আর নারীর অধিকার বাস্তবায়নে কাজ করবে তেমনি সৎ ,যোগ্য ব্যাক্তিকে শেষ পর্যন্ত আগামী ১৪ ফেব্রয়ারী নির্বাচনে তাকেই মেযর হিসেবে বেছে নিবে তারা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইভিএমে ভোট দিয়ে ভালবাসা দিবসে ভালবাসার মানুষ নির্বাচিত করবেন ভোটাররা। ৪৫ জন কাউন্সিলর প্রার্থীর প্রচার প্রচারনায় পৌর এলাকায় নির্বাচনি উৎসবের আমেজ বিরাজ করলেও ব্যতিক্রম মেয়রদের বেলায়। আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে নির্বাচনী প্রচারনায় পাওয়া গেলেও বাকিদের দেখা গেছে নিজ নিজ বাড়িতেই অবস্থান করতে। পুলিশি হয়রানীসহ দলীয় লোকজনের হুমকির কারনে কোনঠাসা তারা।
আর ইভিএমে ভোট গ্রহণ হলেও শঙ্কিত ভোটাররা। সৎ ও নির্ভরযোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন এমনটি প্রত্যাশা সাধারণ ভোটারদের।