ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা না গেলে ক্যাপিটল হিলের মতো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা না গেলে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের মতো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে ধারণা ডেমোক্র্যাটদের।
অভিশংসন আদালতে তৃতীয় দিন বৃহস্পতিবার ট্রাম্পের অপরাধ প্রমাণের জন্য সিনেটে যুক্তিতর্ক তুলে ধরেন ডেমোক্র্যাটরা। তাদের মতে, ট্রাম্পের সমর্থনে তার সমর্থকরা ক্যাপিটল হিলে যে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছিল তা যে আবারও ঘটবে না, তার নিশ্চয়তা নেই। অভিশংসন আদালতে আগের ধারাবাহিকতায় ট্রাম্পের নির্দেশনায় কীভাবে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়েছে, বৃহস্পতিবার তার প্রমাণ উপস্থাপন করা হয়। আদালতে বলা হয়, ট্রাম্প মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার করেছেন। তার কর্মকাণ্ডে আমেরিকার ভাবমূর্তি ধুলোয় মিশে গেছে।