মিয়ানমারে সরকারি চাকরিজীবীদের কাজে ফেরার ডাক দিয়েছেন সামরিক নেতা মিন অং হ্লাইং
- আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মিয়ানমারে বিক্ষোভ ও আন্দোলনের সমাপ্তি টেনে সরকারি চাকরিজীবীদের কাজে ফেরার ডাক দিয়েছেন সামরিক নেতা মিন অং হ্লাইং। মিয়ানমারে বিক্ষোভে এবার ক্ষেপে উঠেছে দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠী।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পর এ আহ্বান জানান মিন অং হ্লাইং। করোনার বিস্তার রুখতে মানুষজনকে জমায়েত থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তবে জান্তা প্রধানের এ আহ্বানে সাড়া না দিয়ে শুক্রবার সকাল থেকেই আবারও মহাসড়কে ভিড় করছেন অং সান সুচির সমর্থকসহ দেশটির জনসাধারণ। এদিকে, মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের আকার প্রতিদিন বাড়ছে। এবার বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা যোগ দিয়েছেন বিক্ষোভে। প্রতিবাদে শামিল হয়েছে পুলিশ বাহিনীর সদস্যরাও। রেইনবো পতাকা নিয়ে সমকামীরা যোগ দিয়েছে অভ্যুত্থানবিরোধী রেলিতে। অন্যদিকে, সুচির দল এনএলডির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দলটি। ভাঙচুরে জড়িত সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ইয়াঙ্গুনের বাহান টাউনশিপে মামলাটি করা হয়। এছাড়া, গণতন্ত্রে উত্তরণের সময় মিয়ানমার পুলিশের বিশেষ একটি ইউনিটকে মানুষকে ছত্রভঙ্গ করা ও প্রতিবাদ দমন করার ওপর স্পেশাল প্রশিক্ষণ দিয়েছিল ইইউ।