মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তি ইতিহাস বিকৃতি ঘটিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি। সুতরাং এ বিষয়ে বিক্ষোভ অযৌক্তিক।
শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অন্যদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। ইতিহাস বিকৃতি ঘটাতে বিএনপির ভূমিকা এখন নতুন প্রজন্ম জানতে পারছে।
বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনায় যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন।
জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।