একজন বিশ্বাসঘাতক পাকিস্তানী এজেন্ট এবং বঙ্গবন্ধুর খুনী হিসেবে জিয়ার নাম লেখা থাকবে : হানিফ
- আপডেট সময় : ০৮:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা নয়, ইতিহাসের পাতায় একজন বিশ্বাসঘাতক পাকিস্তানী এজেন্ট এবং বঙ্গবন্ধুর খুনী হিসেবে জিয়ার নাম লেখা থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন বিদেশ থেকে ষড়যন্ত্রের কলকাঠি নাড়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান হানিফ। আর দেশ-বিরোধী গুজবের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
কৃষিবিদ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজক কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতেই একুশে পদক পাওয়ায় কৃষিবিদ ড. মির্জা এ জলিলকে সম্মাননা জানায় কেআইবি। এসময় সবাইকে দেশের প্রতি আরো দায়িত্বশীল হবার পরামর্শ দেন এই বরেণ্য কৃষিবিদ।
এরপর শুরু হয় আনুষ্ঠানিক বক্তব্য। তবে আলোচনা ছাপিয়ে উঠে আসে সম সাময়িক রাজনৈতিক প্রসঙ্গ।
বাদ যায়নি আল জাজিরার দেশ বিরোধী প্রতিবেদনের প্রসঙ্গ।
গুজব ও অপপ্রচারকারিদের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানান মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ১৩ ফেব্রুয়ারিকে সরকারিভাবে কৃষিবিদ দিবস হিসেবে উদযাপনের পক্ষে মত দেন সাবেক কৃষিমন্ত্রী।