ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন নিহত হয়েছে।
গত রাতে সদর উপজেলার বুধল ও রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পৌর এলাকা ফুলবাড়িয়ার আজিজ খাঁন ও সরাইল উপজেলার শান্ত চৌধুরী। স্থানীয়রা জানায়, ব্যাটারিত চালিত অটোরিক্সা করে যাওয়ার পথে অন্য আর এক অটোরিক্সার ধাক্কায় আজিজ খান ছিটকে পড়ে আহত হলে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর থেকে রামরাইলে শান্ত চৌধুরী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।