জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের জেলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় ঘোষণা মেনে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। এতে জেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিন্ধান্তের প্রতিবাদ ও ঢাকায় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।