চতুর্থ ধাপে ৫২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে ৫২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
চট্টগ্রামের সাতকানিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মেয়র পদে ভোট হচ্ছে ৫২ পৌরসভায়। চতুর্থ ধাপে ২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে আর ২৬ পৌরসভায় ব্যালট পেপারে। ফেনীর পরশুরাম ও চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি ৫৪ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৫ জন। আর ৫৫ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে ৬শ ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৫৯ জন প্রার্থী রয়েছেন। ৫৬টি-তে ভোট হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়েছে নাটোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভার ভোট। অন্যদিকে, ফেনীর পরশুরামপুরে একক প্রার্থীর মনোনয়ন থাকায় সেখানে নির্বাচন হচ্ছে না।