চতুর্থ ধাপে চারটি পৌরসভার নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত
- আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে চারটি পৌরসভার নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে প্রতিটি ভোট কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
রাজশাহীর গোদাগাড়ী, তানোর, নওহাটা ও তাহেরপুর পৌরসভায় শান্তির্পণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
চারটি পৌরসভায় মোট এক লাখ ১৫ হাজার ৪২৫ জন ভোটার রয়েছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা রক্ষায় রেব ও পুলিশ মোতায়েন রয়েছে।
চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় ভোটগ্রহন চলছে। এই তিনটি পৌরসভার মধ্যে পটিয়া ও চন্দনাইশে ৪ জন করে মেয়র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুরে কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনের নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
প্রথম ইভিএমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছুটছেন কেন্দ্রে কেন্দ্রে। অন্যদিকে, আখাউড়ার রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর লোকজন ইভিএম মেশিন গোপন কক্ষের বাইরে রেখে প্রকাশ্যে ভোট দিচ্ছে।
উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ফুলপুর এবং ত্রিশাল পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নেত্রকোনা জেলা সদর পৌরসভার নির্বাচনে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে চলছে টাঙ্গাইলের পৌরসভা নির্বাচন। ভোট কেন্দ্রের নিরাপত্তায় কাজ করছেন পুলিশ ও আনসার বাহিনী।
উত্সব মুখর পরিবেশে লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পাটি, স্বতন্ত্র ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ মেয়র পদে ৮ ও কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৫৯জন।
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন বাগেরহাট পৌরবাসী।
চতুর্থ দফায় আজ কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হবিগঞ্জের চুনারুঘাট ছাড়াও সাতক্ষীরা, শেরপুর ও যশোরে পৌরসভায় ভোটগ্রহণ চলছে।