ভালো দাম পেয়ে খুশী মানিকগঞ্জের ফুলচাষীরা
- আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের ফুলচাষিরা। বিশেষ দিবসের চাহিদা মেটাতে জেলার সিংগাইর উপজেলার জারবেরা, জিপসি, চায়নার ছ’রঙের গোলাপ যাচ্ছে রাঝধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।ভালো দামে বিক্রি হওয়ায় খুশি কৃষক।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন অঞ্চলে শোভা পাচ্ছে নানা প্রজাতির দেশি-বিদেশি ফুল। তালেবপুর, শায়েস্তা ও ধল্লা ইউনিয়নে বিস্তীর্ণ জমিতে আবাদ হয়েছে জারবেরা, জিপসি, চন্দ্রমল্লিকা, গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওয়ালস বিভিন্ন ফুল।
গত বছর করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে ফুল চাষ করেন তারা। ভালো ফলন ও দাম পাওয়ায় এখন তারা খুশি। শুধু ফেব্রুয়ারি মাসের কয়েকটি দিবসেই ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছে কৃষক।
ফুল বাগানে কাজ করে সংসার চালাচ্ছে অনেক স্থানীয় শ্রমিক।বন্ধের দিন ফুল বাগানে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসে অনেক দর্শনার্থী।সিংগাইরে এবার ২০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।করোনা ও বন্যার ক্ষতি কাটিয়ে আবারও ফুলচাষিদের মুখে হাসি ফোটার আশা করছে সংশ্লিষ্টরা