মিয়ানমারে বিক্ষোভ দমনে জান্তা শাসকদের বলপ্রয়োগ বাড়ছে
- আপডেট সময় : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে জান্তা শাসকদের বলপ্রয়োগ বাড়ছে। চলমান বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটছে। তারপরও দেশটিতে গণবিক্ষোভ অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকেই বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনের রাস্তায় অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এদিন বিক্ষোভ করতে দেখা যায় দেশটির আইনজীবীদের। মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি সু চিসহ বন্দিদের মুক্তির দাবি জানান তারা।এদিন ইয়াংগুনের মার্কিন দূতাবাসের সামনেও অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সেনা সরকারের ওপর চাপ দিতে বাইডেন সরকারের প্রতি অনুরোধ জানান তারা। এদিকে, বিক্ষোভ দমনে নতুন পন্থা অবলম্বন করছে সেনাবাহিনী। রাতের আধারে অভিযান চালিয়ে গণতন্ত্রপন্থিদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি চলমান বিক্ষোভে যাদের মদদ রয়েছে তাদের তথ্য পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।