কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড এবং ৫ জনের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের জিতপুরে কৃষক হত্যা মামলায় জুয়েল মিয়া নামে ১ জনকে মৃত্যুদন্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম সকালে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত জুয়েল মিয়াকে ২ লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামীরা হলেন- মাহবুব হাসান রঞ্জু, সাইফুল ইসলাম, জজ মিয়া ও রহিমা খাতুন। এদের মধ্যে সাইফুল ইসলাম ও কাকন মিয়া পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, কৃষক মোহম্মদ সিদ্দিক মিয়ার সাথে একই এলাকার আসামীদের জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ২২ জানুয়ারী আসামীরা লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে ছিদ্দিক মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পরদিন ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে।