বিমান বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও একনিষ্ঠতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৮:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিমান বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও একনিষ্ঠতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সশস্ত্র বাহিনীকে জনগণের অবিচ্ছেদ্য অংশ অভিহিত করে জনগণের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আহবান জানান তিনি।
দেশের বিশাল সমুদ্রাঞ্চল ও আকাশ সীমায় শনাক্তকৃত বিমানের সঠিক নির্দেশনাসহ চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন রাডার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। নিজ আকাশসীমার অভ্যন্তরে আবহাওয়া ও পরিবেশগত অবস্থা সনাক্ত করবে এই রাডার। পাশাপাশি ভূ- কৌশলগত অবস্থান দৃঢ় করবে। বঙ্গভবন থেকে ভিডিও টেলি-কনফারেন্সে যুক্ত হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, প্রতিটি বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। সশস্ত্র বাহিনী সম্প্রসারিত হলেও জনগণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জনগণের প্রয়োজনেই পাশে থাকার আহবান জানান রাষ্ট্রপতি। পরে বৈমানিক উড্ডয়ন প্রশিক্ষণে সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউটও উদ্বোধন করেন রাষ্ট্রপতি।