সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহবান জানিয়েছে বিএনপি নেতারা। আওয়ামী দু:শাসনকে ইতিহাসের সবচে কলঙ্কজনক অধ্যায় দাবি করে তারা বলেন, মাফিয়া এবং গুণ্ডাতন্ত্র দিয়ে জনগণকে জিম্মি করে রেখেছে সরকার। জনগণের আশা আকাংখা বাস্তবায়ন না করে একটি তাবেদারি করছে তারা। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোহান খানের প্রতিবেদন।
জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকালে ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি কার্যালয়ের সামনে আগে থেকেই ছিলো পুলিশের সতর্ক অবস্থান।
সমাবেশে বক্তারা, জিয়া পরিবার ধ্বংস ও তার খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টা এদেশে বাস্তবায়ন করা যাবে না বলে হুশিয়ারি দেন।
পাক হানাদার বাহিনীর শাসনকে হার মানিয়ে সরকার ইতিহাসের কালো অধ্যায় পরিনত করেছে বলে দাবি করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের পায়তারা কোন দিন সফল হবে না। জনগণের আশা আখাঙ্খা পূরণের তোয়াক্কা না করে সরকার শুধু তাবেদারী করছে ।
সব বাধা প্রতিহত করে সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদেরকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান তিনি।