মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ ৯২ ভাগ শেষ হয়েছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ ৯২ ভাগ এবং রেলসহ পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৮৪ ভাগ শেষ হয়েছে। সকালে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় সড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানোকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে মঙ্গলবার সকালে সেতুর মাওয়া প্রান্তে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
পরিদর্শন শেষে তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এ সময় নিজ মন্ত্রণালয় ও দলের রাজনীতির আগামীর চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্যা কন্যা শেখ হাসিনার স্বপ্নকে বাস্তরে রূপ দিতে সবাই কাজ করছে বলেও জানান সেতুমন্ত্রী।