জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাকি ও নূর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর।
সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ এবং রাষ্ট্রচিন্তাসহ চারটি সংগঠনের যৌথ কর্মসূচি ঘোষণাকালে এ প্রতিক্রিয়া জানান তারা। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে কর্মসূচি ঘোষনা করেন। ১ মার্চ মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান, ১২ মার্চ সুবর্ণ জয়ন্তী সমাবেশ, ২৬ মার্চ স্ব স্ব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন কর্মসূচি ঘোষণা করে সমমনা এ চারটি সংগঠন। এসময় জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা।