জাতীয় পতাকার রূপকার কাজী আরেফ আহমেদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জাতীয় পতাকার রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বিকেলে কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে জেলা জাসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদ সভাপতি গোলাম মহসিন, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়ায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী এ্যাডভোকেট আব্দুল জলিলসহ অন্যরা। সভায় বক্তারা অবিলম্বে কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করে রায় কার্যকর করার দাবী জানান। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারী এদিনে জাসদ সভাপতি ও জাতীয় পতাকার রুপকার কাজী আরেফ আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সন্ত্রাস বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখার সময় ৫ জাসদ নেতাসহ তাকে হত্যা করা হয়।