সারাদেশে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা
- আপডেট সময় : ০৮:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সারাদেশে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এ উপলক্ষে বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে আয়োজন করা হয় নানা আনুষ্ঠানিকতা।
শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের শুক্ল পক্ষে পঞ্চম তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পূজা হয়। বিদ্যা লভের আশায় পূজা-অর্চনা করে শিক্ষার্থীসহ অনেকে।
উৎসাহ-উদ্দীপনার চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজা। জেলার প্রধান পূজামণ্ডপে ও ব্যক্তিগত উদ্যোগে সরস্বতী পূজার আয়াজন করেন অনেকে।
শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্যদিয়ে মাঘী শুক্ল পঞ্চমীর পূণ্য তিথিতে বরিশালে হয় সরস্বতী পূজা। স্বল্প পরিসরে আছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
করোনা মুক্তিসহ দেশ-জাতির মঙ্গল কামনায় গোপালগঞ্জে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
খুলনার পূজা মন্ডপগুলোতে পূজারি ও দর্শনার্থীদের ভিড় ছিল। পুরোহিতের সাথে মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে পূজারীরা দেবীর পায়ে অঞ্জলি দেন।
কুড়িগ্রামেও নানা আয়োজনে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। তবে, করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নেই তেমন কোনো জৌলুস।
ময়মনসিংহে পূজা মন্ডপগুলোতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা থেকে মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে নড়াইল ও নাটোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
করোনা মুক্তিসহ দেশ-জাতির মঙ্গল কামনায় পাবনায় বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে।