সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল দিনাজপুর মাদারীপুর সাভার সাতক্ষীরা ও ঝিনাইদহে ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, দিনাজপুর, মাদারীপুর, সাভার, সাতক্ষীরা ও ঝিনাইদহে ৬ জন নিহত হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
দিনাজপুরের পার্বতীপুরে বালুভর্তি ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতরাতে উপজলার পলাশবাড়ী ইউনিয়নের হলদীবাড়ী-ডাঙ্গাপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
মাদারীপুরের কালকিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছে এক মোটর সাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয় আরো একজন।
সাভারের ধামরাইয়ে মোটর সাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।
সাতক্ষীরায় ভাটা থেকে ইট কিনে ফেরার পথে ট্রাক্টরের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় কুরিয়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে।