নোয়াখালীর বসুরহাটে হরতাল পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
স্থানীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জার ডাকে সকাল ৬ টা থেকে জেলার কোম্পানীগঞ্জে আধবেলা হরতাল পালিত হয়েছে।
সকাল থেকে পিকেটাররা উপজেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে যানবাহন চলাচলে বাধা দেয়। বসুরহাট বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে। সকাল থেকেই রূপালী চত্বরে অবস্থান নেন আবদুল কাদের মির্জা। উপজেলার বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এ সময় বিভিন্ন সড়কে কিছু পুলিশের উপস্থিতি দেখা গেছে। নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি ডাকেন কাদের মির্জা। এর আগে, গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার সকার পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কাদের মির্জা ও তার সহযোগীরা।