সিলেটে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সিলেটের চৌহাট্টায় অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর পরিবহণ শ্রমিকদের হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা হয়েছে।
গতরাতে কোতয়ালী থানায় ১০ পরিবহণ শ্রমিককে আসামি করে মামলা করে সিটি করপোরেশন। হামলার সময় অস্ত্রসহ ১জনকে আটকের পর তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আর পুলিশের ওপর হামলার ঘটনায় ১৭ জনকে আসামী করে আরও একটি মামলা করেছে তারা। এ মামলায় আরো ১’শ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এদিকে, বুধবার সন্ধ্যায় গাড়ি ভাঙচুরের ঘটনায় ২২ ফেব্রুয়ারি থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক নেতারা। সম্প্রতি, নগর ভবন আয়োজিত মতবিনিময় সভায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড অপসারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন নাগরিক প্রতিনিধিরা।