নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোহম্মদ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় তাকে আরো ৫০ হাজার টাকা জরিমানা– অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, মর্জিনা বেগম ও ফোরকান উদ্দিন লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। মর্জিনার আগের স্বামীর ঔরসজাত ৫ বছর বয়সী একটি ছেলে ছিল। সেও তাদের সঙ্গেই থাকত। ২০১৫ সালের ১১ অক্টোবর মর্জিনা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।পরদিন সকালে বাড়ির মালিক ঘরে মর্জিনার রক্তাক্ত দেহ দেখে পুলিশে খবর দেয়। মর্জিনার ছেলে জানায়, ফোরকান তার মাকে বঁটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।