ইজিবাইক থ্রি-হুইলার অটোরিকশাকে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় ইজিবাইক, থ্রি-হুইলার, অটোরিকশাকে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত নেতিবাচক সংবাদে তরুণরা আশাহত হন মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, গণমাধ্যমে নেতিবাচক সংবাদ কমিয়ে ইতিবাচক সংবাদ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন-আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তায় কাজ করছে সরকার।
ডাইভিং লাইসেন্সের জন্য মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ মাসের শেষ সপ্তাহ হতে মানসম্মত লাইসেন্স প্রদানের কাজ শুরু হবে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
বাংলাদেশ সর্বক্ষেত্রে প্রতিবেশির চেয়ে এগিয়ে গিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেকের তা স্বীকার করতে লজ্জা হয়।