সরকার শিগগিরই ক্ষমতা হারাবে
- আপডেট সময় : ০৮:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিরোধী মতকে দমিয়ে রাখতে সরকার যে দমন-পীড়ন চালাচ্ছে, তার সাথে জড়িত সহযোগীদেরও একসময় জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই সরকার শিগগিরই ক্ষমতা হারাবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইতিহাস সাক্ষী- এ দেশের মানুষ কখনো স্বৈরশাসককে গ্রহণ করেনি। দেউলিয়া আওয়ামী স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে বলে উল্লেখ করেন তিনি। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর শেরেবাংলা নগরে তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় তিনি বলেন, সরকারের কার্যকলাপে প্রমাণ হয়, তাদের বিদায় নেবার সময় সন্নিকটে।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার আসলাম চৌধুরীর মতো শত শত বিএনপি নেতাকর্মীকে বছরের পর বছর ধরে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক খালেদা জিয়ার ওপরও জুলুম-নির্যাতন করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।