সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোন ষড়যন্ত্রের অংশ কিনা সে বিষয়ে খতিয়ে দেখা দরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোন ষড়যন্ত্রের অংশ কিনা সে বিষয়ে খতিয়ে দেখা দরকার-বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণকে সতর্ক থাকার আহবানও জানিয়েছেন তিনি।
শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটা আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা করা বিএনপির রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপিকে বিদায় দেবে।