সারাবছর অবহেলায় পড়ে থাকে ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ গ্রন্থাগার ও জাদুঘর
- আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সারাবছর অবহেলা-অযত্নে পড়ে থাকে ভাষা শহীদ রফিকউদ্দিন আহম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ২০০৮ সালে নির্মাণ করা এই স্থাপনায় নেই শহীদের কোনো স্মৃতি চিহ্ন। তার বাড়ির সামনে নির্মীয়মান গুচ্ছগ্রামটি সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।
ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহম্মদ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। বায়ান্নের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
তাঁর গ্রামে প্রতিষ্ঠিত শহীদ রফিকউদ্দিন আহম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে নয় হাজার বই থাকলেও, নেই কোনো পাঠক। নেই শহীদের কোনো স্মৃতি চিহ্ন। গ্রামের নাম ‘রফিক নগর’ করা হলেও কাগজ-কলমে এখনও পারিল রয়ে গেছে।
তাঁর বাড়ির সামনে গুচ্ছগ্রাম নির্মাণ বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী।
একুশে ফেব্রুয়ারির আগেই গ্রন্থাগারে বই সরবরাহ করা হবে। গুচ্ছগ্রামের বিষয়েও দ্রুত সিন্ধান্ত নেয়ার কথা জানায়, প্রশাসন।
শুধু দিবস এলেই মিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোঁজ নেন বলে ক্ষোভ জানান, শহীদের ছোট ভাই।
শুধু বিশেষ দিবসে নয়, সারাবছর রফিকউদ্দিন আহম্মদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সচল রাখার দাবি জানিয়েছে গ্রামবাসী।