২১ গুণীজনকে একুশে পদকে সম্মানিত
- আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির মেরুদন্ড ভেঙ্গে দিতে পাকিস্তানি শাসকরা বাংলা ভাষা ও সাহিত্যের উপর বারবার আঘাত হেনেছিল। ভাষা আন্দোলনের পথ ধরেই অর্জিত হয়েছিলো দেশের সকল সংগ্রাম ও স্বাধীনতা।একুশে পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। পদকপ্রাপ্ত গুনীজনদের কাছ থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, আত্মমর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদশ।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন গুণীজন পেলেন এবারের একুশে পদক। এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন এবং সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সমাজসেবায় একজনকে একুশে পদক দেয়া হলো।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূখ্য ভুমিকা আবারো স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বাঙ্গালীদের সব আন্দোলনের মূল লক্ষ্য ছিলো স্বাধীনতা অর্জন। বাঙালীর যা কিছু অর্জন তা সংগ্রামেরই ইতিহাস বলে জানান বঙ্গবন্ধু কন্যা।
বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ- এই অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মকে পদকপ্রাপ্ত গুনীদের কাছ থেকে শিক্ষা নেবার আহবান জানান।
করোনা মোকাবেলায় স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।