জাবি শিক্ষার্থীদের হল গেটের তালা ভেঙে অবস্থান
- আপডেট সময় : ০৯:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আবাসিক হল খোলার বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত দিতে না পারায় শিক্ষার্থীরা হল গেটের তালা ভেঙে অবস্থান নিয়েছে। এর আগে ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সহিংস পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
শুক্রবার সংঘর্ষের জেরে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশে থাকা কয়েকশো শিক্ষার্থী জড়ো হন ক্যাম্পাসের শহীদ মিনারে। ক্যাম্পাস বন্ধ থাকলেও এসময় তিনদফা দাবিতে সোচ্চার হয়ে উঠেন।
আবাসিক হল খোলার বিষয়ে নির্দিষ্ট সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত দিতে না পারায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল গেটের তালা ভেঙে অবস্থান নেয়। ৩ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সহিংস পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
উদ্বুত সংকট নিরসনে জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সভায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছাড়া এখনই আবাসিক হল খোলা হবে না বলে জানা গেছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপুমণির বৈঠক হওয়ার কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারের সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক।