হাইমচরে লঞ্চঘাটে পণ্টুন না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ
- আপডেট সময় : ০৬:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাইমচরে লঞ্চঘাটে পণ্টুন বা জেটি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্রামাগারসহ অন্যান্য কোনো সুযোগ-সুবিধাই নেই। অথচ, ঘাট দিয়ে উঠা-নামার জন্য যাত্রীপ্রতি পাঁচ টাকা করে নিচ্ছে ইজারাদার। চারটি ঘাট দিয়ে প্রতিদিনই শতশত যাত্রী উঠা-নামা করে।
ঢাকা-চাঁদপুর-হাইমচর-চরভৈরবী নৌরুটের মেঘনা নদীতে প্রতিদিন দিনে-রাতে কয়েকটি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলো এই ঘাটে নোঙ্গর করে। কাঠের সিঁড়ি লাগিয়ে যাত্রী ও মালামাল উঠানামা করানো হয়। এ সময় অনেকে দুর্ঘটনার শিকার হয়। অনেকবার দাবি করা সত্ত্বেও, এসব ঘাটে পন্টুনসহ অন্যান্য সুবিধা দেয়ার উদ্যোগ নিচ্ছেনা কর্তৃপক্ষ।
কাটাখালী, তেলির মোড়, হাইমচর বাজার ও চরভৈরবী মাছঘাটের পাশের লঞ্চঘাট প্রতি বছর ইজারা পরিশোধ করে। কিন্তু, কয়েক দফা লিখিত আবেদন করেও কোনো সমাধান পায়নি বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।
ভাঙ্গনপ্রবন এলাকা হওয়ায় পন্টুন স্থাপন করা যাচ্ছেনা বলে জানায়, বিআইডব্লিউটিএ।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।