২৪ সালের মধ্যে পুরো উত্তর বঙ্গে ডাবল লাইন চালু হবেঃ রেল মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু দ্বিতীয় সেতুসহ পুরো উত্তর বঙ্গে ডাবল লাইন চালু হবে’ এমন মন্তব্য করেছে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশন প্লাটফর্ম উঁচুকরণ ও বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, রেলের দ্রুতগতি নিশ্চিত করতে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতু নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি ঘোষণা করেন, রেলের এই উন্নয়নের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে বগুড়া হয়ে ঢাকা যাওয়া যাবে মাত্র ৬ ঘন্টায়। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটানসহ ৫টি দেশের মধ্যে রেল যোগাযোগের সুচনা হবে এ অঞ্চলের পঞ্চগড় বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি রেল চালুর মাধ্যমে।