সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবী জানান জহিরুল হক। লিখিত বক্তব্যে জহির বলেন, নির্বাচনী এলাকার বাইরের লোক এনে প্রচারণা, নির্বাচনী আচরণবিধি লংঘন, নেতাকর্মীদের পুলিশী হয়রানিসহ ১২টি অভিযোগ এনে তার প্রতিকার চান। এসময় তার সাথে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।