পুতুল সরকার বসানোর অপতৎপরতা চলছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের একটি কুচক্রী মহল আন্তর্জাতিক সহায়তায় বর্তমান সরকারকে হঠিয়ে পুতুল সরকার বসানোর অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় দলের শৃঙ্খলা বিরোধীদের নজরদারিতে রাখা হয়েছে বলেও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, যেখানে সেখানে ইচ্ছেমতো বিতর্কিত বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ।
এ সময় দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকারকে হঠানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহববু-উল আলম হানিফ বলেন, সারাদেশে সরকারের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রয়েছে।