গুজব রটানোর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই লেখক মুশতাক আহমেদ গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
গুজব রটানোর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। কারা হেফাজতে মৃত্যুর বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
সকালে চট্টগ্রামের ষোলশহরে নব নির্মিত পুলিশ সুপার কার্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি। কারাগারে যে কোন মৃত্যুর ঘটনাই তদন্ত কর হয়। মুশতাক আহমেদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। এই ঘটনায় যদি কারো গাফিলতি থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সম্প্রতি আলজাজিরায় প্রকাশিত ষড়যন্ত্র মুলক কথিত প্রতিবেদনের সঙ্গে দেশের কেউ জড়িত আছে কি না, তাও খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। এসময় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।