অন্যসব চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আঠাশ চালের দাম
- আপডেট সময় : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অন্যসব চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আঠাশ চালের দাম। তেল নিয়ে এখনও ধোঁয়াশায় ক্রেতারা। লিটারে ১১৫ টাকা নির্ধারণের কথা বলো হলেও তা শুধু খোলা তেলের ক্ষেত্রে। কিন্তু বোতলাজাত তেলের লিটার ১৩০ টাকাই রয়েছে। যা এক-দেড়মাস আগেও ছিলো ১০৭-১১০। তেলের মূল্য নিয়ে এমন ধোঁয়াশার কারণে বিরক্ত ক্রেতা এবং বিক্রেতারা। বাজারে সবজির দাম কম। তবে নতুন ওঠা সবজির দাম চড়া। চাষকরা মাছের দাম সহনশীল থাকলেও নদীর মাছের দাম ব্যাপক চড়া। ডিমের পাশাপাশি বেড়েছে সব জাতের মুরগীর দাম। গরু ও খাসির মাংস বাজার ভেদে বাড়তিই দেখা যায়।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মহাখালী কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম জানান খুচরা বিক্রেতারা। শীতকালিন সবজির দাম ১৫ থেকে ৩০ টাকার মধ্যে স্থিতিশীল থাকলেও চড়া রয়েছে নতুন ওঠা সবজির দাম।
৩ সপ্তাহ ধরে মোটা চালের কেজি ৪৮ টাকা, মিনিকেট, ৬০ থেকে ৬৪ টাকায়, নাজির শাইল ৬৯ টাকায় স্থিতিশীল থাকলেও আটাস চাল কেজি প্রতি দেড় থেকে ২ টাকা বেড়ে বেড়ে ৫৪টাকায় বিক্রি হচ্ছে।
দেশী মুসরীর ডাল কেজি প্রতি ১০৫ টাকা আর বিদেশীটা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর আলুর কেজি এখন ১৬ টাকা। অন্য সব মশলার দামও স্থিতিশীল রয়েছে।
বিভিন্ন প্রজাতির চাষকরা মাছের দাম সহনশীল থাকলেও নদীর দেশী মাছের দাম ব্যাপক চড়া। কোন মাছের কেজিই ৮’শ টাকার কম নয়। ডিমের পাশাপাশি বেড়েছে সব রকম মুরগীর দাম। গরু ও খাসির মাংস বাজার ভেদে বাড়তিই দেখা যায়।
খাসির মাংস ৮৫০ টাকায় স্থিতিশীল থাকলেও গরুর মাংস ৫৫০ থেকে ৩০ টাকা বেড়ে ৫শ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন ৮৫ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়, ব্রয়লার মুরগীর ১০ টাকা বেড়ে ১৬০ টাকা, কক মুরগী ২০ টাকা বেড়ে ৩২০ টাকা ও দেশী মুরগীর দাম ৩০ টাকা বেড়ে ৪৫০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের বাজারের অস্থিরতা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান ক্রেতারা।
মহাখালী কাঁচা বাজারে প্রবেশমুখে ঝুলানো রয়েছে সিটি কর্পোরেশনের নিত্যপণ্যের মূল্য তালিকা। গেল বছর বাজার মূল্য হাল নাগাদ করা হলেও এ বিষয়ে এখন আর কোন তদারকি নেই।