ডিজিটার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ৩ মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
- আপডেট সময় : ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
লেখক মুশতাক হত্যার প্রতিবাদ এবং ডিজিটার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ৩ মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্র-জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত লেখক মুশতাক আহমেদের গায়েবানা জানাজার আগে আলোচনায় অংশ নিয়ে এ কর্মসূচির ঘোষান দেন তিনি। এ সময় রাষ্ট্রপ্রধান হিসেবে কারাগারে এই মৃত্যুর দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার বাদ জোহর লেখক মুশতাকের গায়েবানা জানাজার আগে সমাবেশে অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ ছাত্র পরিষদের নেতারা।
এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তারা বলেন, রাষ্ট্র যেখানে প্রখ্যাত খুনিকে ক্ষমা দেয়, সেখানে এই আইনে মুশতাকের মতো মানুষকে ছয়বারেও জামিন দেয়নি।
লেখক মুশতাক আহমেদকে কারাগারে হত্যা করা হয়েছে দাবি করে, এর বিচারের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা আসে। প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কারাগারে এই মৃত্যুর দায় রাষ্ট্রপ্রধান কোনভাবেই এড়াতে পারেন না। ছাত্র-জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত গায়েবানা জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে বিক্ষোভ মিছিল বের করা হয়।