কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে লড়ছেন চার জন প্রার্থী। এদের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, বিএনপি’র এ এফ এম তারেক মুন্সী,লাঙল প্রতীকে জাতীয় পার্টির আবদুল আওয়াল এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল হক খোকন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮২০ জন। ভোটাররা ১১৪টি ভোট কেন্দ্রে ৭৭০টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কাল ৮টা শুরু হয়েছে ভোট গ্রহন, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, ওই থানার ওসিকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।