আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ একের পর এক সাফল্য অর্জন করছেঃ তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ একের পর এক সাফল্য অর্জন করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে নওগাঁর আত্রাইয়ে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্সিক সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, সকলকে সংগঠিত করে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। ইতিহাসের পাতায় আরো বহু বাঙালি নেতা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, চেষ্টা চালিয়েছেন, কিন্তু সফল হননি বঙ্গবন্ধুই সেই সফলতা এনে দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।