তিন পার্বত্য জেলায় শান্তি ফিরিয়ে আনতে আধুনিক পুলিশ মোতায়েন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
তিন পার্বত্য জেলায় শান্তি ফিরিয়ে আনতে আধুনিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, চুক্তি অনুযায়ী প্রত্যাহার করা সেনা ক্যাম্পে পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রেব উদ্ভাবিত অনলাইন আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম -ওআইভিএস প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে শুধু আংগুলের ছাপে যে কাউকে শনাক্ত করা যাবে। এতে সহজেই পরিচয় নিশ্চিত করা যাবে। এতে সাধারণের পরিচয় নিশ্চিত হ্ওয়ায় ৫৪ ধারায় গ্রেফতারের সংখ্যা কমবে এমন মত পুলিশ প্রধানের।
পরে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত সভায় সন্তু লারমার সাথে কি কথা হলো তা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। বলেন, সেনা অথবা পুলিশ মোতায়েন বড় কথা নয় শান্তিই মূল কথা।
পাহাড়ে চাঁদাবাজি বেড়ে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে তা কমে আসবে বলেও আশা ব্যক্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানে রেবের নিহত সদস্যদের উৎসর্গ করে একটি ভিডিও চিত্রেরও উদ্বোধন করেন আসাদুজ্জামান খান।